১৭ শর্তে তিন জায়গায় অস্থায়ী পশুর হাট বসাবে চসিক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুন ২০২১, ১৬:৩২ | প্রকাশিত : ৩০ জুন ২০২১, ১৬:২৪

বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। অন্যদিকে এগিয়ে আসছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এবারের ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের তিন স্পটে অস্থায়ী হাট বসানোর অনুমতি পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে করোনার সংক্রমণ ঠেকাতে সবার মাস্ক নিশ্চিত করা, হাটে প্রবেশ ও বহির্গমনের পৃথক পথ, বৃদ্ধ ও শিশুদের হাটে নিরুৎসাহিত করাসহ বেশ কিছু নির্দেশনা নিয়ে মোট ১৭টি শর্তে নগরে হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে।

অনুমতি পাওয়া তিনটি অস্থায়ী কোরবানি পশুর হাট হলো- কর্ণফুলী পশুর হাট (নূর নগর হাউজিং), সল্টগোলা ক্রসিং পশুর হাট এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠে গরুর হাট।

এর বাইরে পতেঙ্গা স্টিল মিল বাজার, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ (কাঠগড়), মাদারবাড়ি রেলক্রসিং সংলগ্ন বালুর মাঠ, কালুর ঘাট ব্রিজের উত্তর পাশে মাঠের খালি জায়গায়সহ চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মোট সাতটি স্পটে হাট বসানোর অনুমতি চেয়েছিল চসিক। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় নগরের তিন স্পটে কোরবানি পশুর হাট বসানোর অনুমতি দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন।

অন্যদিকে গতবার অনুমতি পাওয়া চারটি অস্থায়ী হাট হলো- কর্ণফুলী পশুর হাট, কমল মহাজন হাট গরুর বাজার, সল্টগোলা গরুর বাজার ও পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠে গরুর হাট। সেই হিসেবে নগরে এবার অস্থায়ী হাট কমেছে একটি।

নিয়ম অনুযায়ী নগরের খণ্ডকালীন হাটগুলো শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১০ দিনের জন্য বসানো হয়। সেই হিসেবে আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত নগরের তিন স্পটে কোরবানি পশুর হাট বসাবে চসিক। তাছাড়া নগরের তিনটি স্থায়ী হাট হলো- সাগরিকা গরুর বাজার, বিবিরহাট ও পোস্তারপাড় ছাগলের বাজার।

চসিক সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোতে বর্ষা মৌসুমে হাট বসানোর অভিজ্ঞতার আলোকেই এবারে সঠিক নগরে হাট বসানোর বিষয়টি মাথায় রেখে এগুচ্ছে চসিক। কারণ, চলমান বর্ষায় হাটে পানি জমার আশঙ্কা রয়েছে। উঁচু-নিচু এসব ঢালু জমি সমান করে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করাসহ খুঁটি তৈরির কাজ শেষ করতে হাতে কিছু সময় প্রয়োজন হয়। কাজেই আগে থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অনুমতি অনুসারেই নগরে কোরবানি পশুর হাট বসানো হবে।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমরা সাতটি অস্থায়ী হাট বসানোর অনুমতি চেয়েছিলাম। এর মধ্য তিনটি অস্থায়ী হাট বসানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসক। করোনার সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ হাটগুলো বসানো হবে।’

(ঢাকাটাইমস/৩০জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :