নারায়ণগঞ্জে চলছে কঠোর লকডাউন, শ্রমিকদের ভোগান্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২১, ১৭:৩২

নারায়ণগঞ্জে কঠোরভাবে চলছে লকডাউন। আনসার, র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্টের সমন্বয়ে নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কে থেকে অ্যাম্বুলেন্স, জরুরী পরিবহন কঠোরভাবে চেক করার মাধ্যমে ছাড়া হচ্ছে। সড়কে জরুরী কাজে চলাচলের জন্য চলছে শুধু রিকশা। তবে রিকশা ভাড়া বেড়েছে দ্বিগুণ।

অন্যদিকে, কঠোর এই লকডাউনে চরম ভোগান্তির শিকার হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা। তাদের কর্মস্থলে যাওয়ার বাসটি মাঝপথে থামিয়ে বাস খালি করে দেওয়া হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকরা পৌঁছাতে পারছে না গার্মেন্টস বা কারখানায়।

নারায়ণগঞ্জ চাষাড়ায় বাস থেকে নেমে যাওয়া এক শ্রমিকরা জানান, গার্মেন্টস প্রতিষ্ঠান খোলা থাকার জন্য গার্মেন্টস মালিকেরা বলেছিল আজ তাদের যাওয়া-আসার জন্য বাস চলবে। কিন্তু এখন তাদের বাস থেকে নামিয়ে দেওয়ার ফলে গার্মেন্টসের যাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

শফিক নামে একজন শ্রমিক বলেন, আমাদের সুবিধার জন্য গার্মেন্টস ফ্যাক্টরি সব খোলা রাখছে বুঝলাম। আমাদের সেখানে যাওয়ার মতো ব্যবস্থা রাখে নি কোনো। এতদূর পায়ে হেঁটে যাওয়া তো সম্ভব নয়। সামনে ঈদ আমরা কাজ না করতে পারলে খাব কি?

(ঢাকাটাইমস/১জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :