৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন মমিনুল

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২১, ২২:০৩

কুড়িগ্রামের উলিপুরে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন রিকশা চালক মমিনুল ইসলাম (৪৪)। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। পাঁচজনের সংসারে তিনি একমাত্র উর্পাজনকারী ব্যক্তি।

পৌরসভা সূত্রে জানা গেছে, করোনাকালে লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে কোনোরকম দিন কাটছিল মমিনুল ইসলামের। তিনি এক প্রতিবেশীর কাছে জানতে পারেন সরকারি তথ্য সেবা ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তায় পাওয়া যাবে। বৃহস্পতিবার সকালে মমিনুল ইসলাম ফোন দেন ৩৩৩ নম্বরে।

এরপর ৩৩৩ নম্বর থেকে কল আসে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমির কাছে। এ সময় ইউএনও পৌর মেয়র মামুন সরকার মিঠুকে বিষয়টি জানালে মেয়র বিকালে রিকশা চালক মমিনুল ইসলামকে পৌরসভা কার্যালয়ে ডেকে এনে খাদ্য সহায়তা দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি লবন, এক কেজি ডাল ও একটি মিষ্টি কুমড়া।

মমিনুল ইসলাম খাদ্য সহায়তা পেয়ে বলেন, বর্তমানে লক ডাউনে কাজ না থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে ছিলাম। এই খাদ্য সহায়তা পেয়ে খুব উপকার হল।

উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগেও আমরা কর্মহীন মানুষকে সহযোগিতা করেছি। আমাদের কাছে খাদ্যের মজুদ রয়েছে। অসহায় মানুষদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি জানান, ৩৩৩ নম্বরে ফোন করলে বিষয়টিতে আমরা গুরুত্ব দেই। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাচাই করে প্রকৃত অসহায়দের খাদ্য সহায়তা করা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :