বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে জুমা, করোনামুক্তির প্রার্থনা

প্রকাশ | ০২ জুলাই ২০২১, ১৬:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা মহামারি রোধে চলমান কঠোর লকডাউনের মধ্যেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জুমা আদায় করেছেন মুসল্লিরা। তবে স্বাভাবিক সময়ের চেয়ে মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল। জুমার নামাজের পর করোনা মহামারি থেকে মুক্তির জন্য সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে।  

গতকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। মসজিদে নামাজের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেয়া হলেও এবার মুসল্লিদের উপস্থিতিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

শুক্রবার বায়তুল মোকাররমে গিয়ে দেখা যায়, দূরত্ব বজায় রেখে মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়েছেন। মুসল্লিরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন এ ব্যাপারে কর্তৃপক্ষেরও ছিল নানা উদ্যোগ। এতে মুসল্লিদের মধ্যে মাস্ক ব্যবহার ও দূরত্ব রক্ষার বিষয়টি মেনে চলতে দেখা গেছে।

বায়তুর মোকাররম ছাড়াও রাজধানীর পল্টন, গুলিস্তান, পান্থপথ, আজিমপুর, ইস্কাটন গার্ডেন, সেগুনবাগিচাসহ বিভিন্ন মসজিদে করোনামুক্তির জন্য বিশেষ মোনাজাতের খবর পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০২জুলাই/জেবি)