মৌলভীবাজারে ১৪ রোহিঙ্গা নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪:৩৯ | প্রকাশিত : ০৩ জুলাই ২০২১, ১৩:৩৮

কক্সবাজারের কুতুপালং ও বালুখালি ক্যাম্প থেকে মৌলভীবাজারে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের সন্ধানে কক্সবাজারের উখিয়া কুতুপালং ও বালুখালি শিবির থেকে এসেছে তারা।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানিয়েছে, মৌলভীবাজার মডেল থানার পুলিশের একটি দল লকডাউরেনর দায়িত্ব পালনকালে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে নারী-শিশুসহ ওই ১৪জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালি আসার কথা স্বীকার করে। এদের মধ্যে ১১ জন দুটি পরিবারের সদস্য। অন্য তিনজন তাদের সাথের।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত রোহিঙ্গারা কৌশলে ক্যাম্প থেকে বের হয়ে এসেছে। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে গত ২৭ জুন মৌলভীবাজার আসে তারা। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সন্দেহমূলকভাবে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ সুপার জানান, আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৩ জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :