সাতক্ষীরায় আইসোলেশনে থাকা করোনা রোগীর ‘আত্মহত্যা’

প্রকাশ | ০৩ জুলাই ২০২১, ১৮:৫০

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

চিরকুট লিখে পারিবারিক আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক রোগী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। মৃতের নাম শেখ আজগার আলী (৫৫)। তার বাবার নাম শেখ জালাল উদ্দিন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, সম্প্রতি নমুনা পরীক্ষায় ফল করোনা পজেটিভ আসায় বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগার আলী। শনিবার সকালে নিজ ঘরের মধ্যে আজগারকে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

আজগারের বিছানায় পাওয়া একটি চিরকুটে লেখা আছে ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়ার কথা উল্লেখ করে ওসি বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ছেলে ও পুত্রবধূদের সঙ্গে অশান্তি লেগেই থাকতো আজগার আলীর। করোনা পজেটিভ হওয়ায় সেই অশান্তি আরো বেড়ে যায়। হয়তো সেই কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

(ঢাকাটাইমস/৩জুলাই/কেএম)