সমন্বয়ের অভাবেই জলাবদ্ধতা: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২১, ২৩:৩১

নারায়ণগঞ্জ জেলার জলাবদ্ধতা নিরসনের বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘জলাবদ্ধতার সমস্যা মূলত সমন্বয়ের অভাবে হচ্ছে। যদি সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় না হয় পরিপূর্ণ সমস্যা সমাধান হবে না।’

তিনি বলেন, ‘পানি সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় আমাদের অনুরোধ শুনেছেন। তিনি আগামী রবিবার আসবেন। ডিএনডি প্রকল্প ছাড়াও যেসব এলাকায় জলাবদ্ধতা রয়েছে সেটাও সমাধান করা হবে সবার স্বতঃস্ফূর্ত মতামত নিয়ে।’

রবিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার জলাবদ্ধতা নিরসনের বিষয়ক এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ্।

শামীম ওসমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে আর কী কী পদক্ষেপ নেয়া যায় সে ব্যাপারে আমরা আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করব। যাতে আগামী শীত মৌসুমে আমাদের এ ধরনের জলাবদ্ধতা না হয়। আর এই ধরনের পরিস্থিতি নিয়ে আমাদের যাতে মিটিং করতে না হয়।’

সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার ডিএনডি প্রকল্পের লেফটেন্যান্ট কর্নেল প্রকল্প পরিচালক তাকবীন, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ রাজস্ব সেলিম রেজা, র‍্যাব ১১-এর অধিনায়ক, সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফা জহুরা, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, এমএ মান্নানসহ আরও অনেকে।

(ঢাকাটাইমস/৪জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :