রূপগঞ্জে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২১, ২১:৫১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রবিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ সংঘর্ষের ঘটনা।

এদিকে, পুলিশের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পরেশ বাগচি বাদী হয়ে উভয় পক্ষের মাদক কারবারি জয়নাল আবেদীন, শাহিন ওরফে সিটি শাহিনসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ ঘটনায় গ্রেপ্তার হেেয়ছেন চনপাড়া ৮নং ব্লক এলাকার সিরাজুল ইসলামের ছেলে মামুন ও ৪ নং ব্লক এলাকার মিন্টুর ছেলে নাঈম।

নাম না প্রকাশ শর্তে এলাকাবাসী অনেকেই অভিযোগ করে জানান, জয়নাল আবেদীন গ্রুপ ও শাহিন ওরফে সিটি শাহিন গ্রুপের মাদক ব্যবসাসহ নানা অপকর্মে এলাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। এরা বিভিন্ন প্রভাবশালীদের সেল্টারে থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস টুকুও পায় না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের উপর হামলাকারীসহ অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না। উভয় গ্রুপের অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :