ফুফুরবাড়ি যাওয়ার সময় বন্যার পানিতে ডুবে লাশ হলো শিক্ষার্থী

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২১, ২১:৫৩

শেরপুরের নালিতাবাড়ীতে ফুফুরবাড়ি যাওয়ার সময় বন্যার পানিতে ডুবে লামিয়া খাতুন নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর বড় বিলা গ্রামের লালচাঁন মিয়ার মেয়ে। আট বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।

নালিতাবাড়ীর থানার ওসি বছির আহমেদ বাদল জানান, কয়েকদিন আগে পাহাড়ি ঢলের অকাল বন্যায় লাল চাঁনের বাড়ি প্লাবিত হয়। বাড়ির পেছনের কাঁচা রাস্তাতেও বানের পানি উঠে। সকালে শিশু লামিয়া তার দুই সহপাঠীকে নিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এসময় বাড়ির পেছনের ভাঙা রাস্তা পারাপারের সময় তিনজনই অসাবধানতাবশত রাস্তায় জমে থাকা পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরে শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় অপর দুই শিশু অক্ষত থাকলেও লামিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়।

(ঢাকাটাইমস/৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :