নতুন নকিয়া ফোন এক চার্জে চলবে ৩ দিন

প্রকাশ | ০৬ জুলাই ২০২১, ১১:০০ | আপডেট: ০৬ জুলাই ২০২১, ১১:৩১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শক্তিশালী ব্যাটারির ফোন এনেছে নকিয়া। মডেল জি ২০। নকিয়া দাবি করছে এই ফোন এক চার্জে চলবে টানা তিন দিন। 

ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ফোনটির সঙ্গে দেওয়া হবে ১০ ওয়াটের একটি চার্জার। ফলে দ্রুত সময়ে ফোনটি চার্জ হবে। 
  
নকিয়া জি ২০ মডেলে থাকছে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেটের সুবিধা থাকছে এই ফোনে। 
  
ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। গ্রেসিয়ার ও নাইট দুটি রঙে পাওয়া যাবে নকিয়া জি ২০। এতে থাকছে  ইউএসবি টাইপ সি পোর্ট।

ফোনটিতে গ্রাহকরা পাবেন ২ মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের একটি আলট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 

ভারতে নকিয়া জি ২০ মডেলের দাম ১২ হাজার ৯৯৯ রুপি।

(ঢাকাটাইমস/৬জুলাই/এজেড)