কথাসাহিত্যিক কিঙ্কর আহ্সানের জন্মদিন

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৫:২৯ | প্রকাশিত : ০৬ জুলাই ২০২১, ১২:১২

এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক কিঙ্কর আহ্সানের জন্মদিন আজ। পৈতৃক বাড়ি বরিশাল হলেও বাবার চাকরি সুত্রে তার জন্ম হয় কুষ্টিয়া জেলায়। ১৯৮৮ সালের ৬ জুলাই কুষ্টিয়া সদর হাসপাতালে জন্ম তার।

করোনার কারণে জন্মদিন ঘিরে তেমন কোনো আয়োজন না থাকলেও পাঠকদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন এ লেখক।

লেখালেখির বাইরে তিনি কাজ করছেন আজিয়াটার একটি প্রতিষ্ঠান ADA এর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। সবকিছুর পরেও লেখালেখিই কিঙ্কর আহ্সানের আসল জায়গা। বইমেলায় প্রকাশিত তার মেঘডুবি, জলপরানি, বিবিয়ানা, আঙ্গারধানি, কাঠের শরীর, রঙিলা কিতাব, স্বর্ণভূমি, মকবরা, এবং 'আলাদিন জিন্দাবাদ’ বইগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে। তার 'রঙিলা কিতাব' বইটি থেকে Bongo BD নির্মাণ করতে যাচ্ছে ওয়েব সিরিজ।

এই লেখকের লেখক জীবন আনন্দের হোক। নতুন, নতুন বই আর গল্প নিয়ে হাজির হয়ে পাঠকদের মাঝে বেঁচে থাকুক অনেক, অনেক দিন। জন্মদিনের শুভেচ্ছা লেখক কিঙ্কর আহ্সান।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :