সিদ্ধিরগঞ্জে হেফাজত নেতা ফারুক গ্রেপ্তার

প্রকাশ | ০৬ জুলাই ২০২১, ১৬:৩৩ | আপডেট: ০৬ জুলাই ২০২১, ১৬:৩৭

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. ফারুক আহমেদ (৩৫)। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। মঙ্গলবার হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মো. মশিউর রহমান ঢাকাটাইমসকে জানান, গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। সে ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। তবে তিনি মামলার এজাহারভুক্ত আসামি নন।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় তিন হাজার ৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা করা হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)