শেরপুরে ভেজালবিরোধী অভিযান, পলিথিন ও কেমিকেল উদ্ধার

প্রকাশ | ০৬ জুলাই ২০২১, ২২:২৬

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কেমিকেল উদ্ধার করেছে র‌্যাব- ১৪। মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। এ দিন এক ভেজাল কারবারিকে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের জেল দেয়া হয়। এছাড়া অন্যজনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদে মঙ্গলবার জেলা শহরের সোহান স্টোর, ভাই বোন ট্রেডার্স ও খুশবু স্টোর কর্তৃপক্ষের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ফুড কালার, কেমিকেল ও পলিথিন জব্দ করা হয়েছে। উদ্ধার মালামালের মধ্যে ছিল এক হাজার ৮১৮ কেজি পলিথিন, পাঁচ হাজার কৌটা জর্দা, ২০০ লিটার অবৈধ কেমিকেল ও ফুড কালার জব্দ  করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র‌্যাব-১৪ এর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ মালামাল ধ্বংস করা হবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাদিক আল শাফিন।
(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)