অসহায়দের ঈদ উপহার দিলেন দুর্গাপুর পৌর মেয়র

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২১, ১৬:০৭

পবিত্র ঈদুল আজহায় দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মানুষের মুখে হাসি ফুটাতে তাদের ঘরে ঈদ উপহার পৌঁছে দেন নেত্রকোণার দূর্গাপুর পৌরসভার মেয়র মোঃ আলাউদ্দিন। বুধবার বেলা ১১টায় দূর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভাঙা সেতু এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

‘মুজিব শতবর্ষে কোনো লোক না খেয়ে থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণার প্রেক্ষিতে নিজস্ব তহবিল থেকে প্রায় সাত হাজার হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দেবেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- দূর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মসিউজ্জামান বাদল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল হান্নান, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাখি দ্রং, নেত্রকোণা জেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ধনেশ পত্র নবিশ দিপকসহ অন্য সাংবাদিকরা।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডের হতদরিদ্রদের ঘরে ঘরে এ ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে।

গত ঈদুল ফিতরেও মেযরের পক্ষে থেকে পৌর নাগরিকদের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়েছিল।

(ঢাকাটাইমস/৭জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :