সাতক্ষীরায় নতুন শনাক্ত ৬৮, হিমশিম খাচ্ছে চিকিৎসক-নার্স

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২১, ১৮:৩৭

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯১২ জন।

এদিকে, জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭৭ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

অন্যদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা করোনা ডেডিকেটেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এ পর‌্যন্ত জেলায় দুই হাজার ৭৬৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়া বর্তমানে জেলায় এক হাজার ৪৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৩ জন ও বেসরকারি হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯৫৯ জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৬ জন ও বেসরকারি হাসপাতালে আরো ১১৫ জন ভর্তি রয়েছেন।

এদিকে সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের সপ্তম দিনেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সড়কেও বেড়েছে জনসমাগম। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা-বেচা করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। তবে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

অন্যদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৪টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :