টিপস

ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন যেভাবে

প্রকাশ | ০৮ জুলাই ২০২১, ০৯:১৭ | আপডেট: ০৮ জুলাই ২০২১, ০৯:২৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটােইমস

আপনার ব্যক্তিগত সুরক্ষার জন্য ফেসবুকের ফেন্ড লিস্ট লুকিয়ে রাখতে পারেন।  ফেসবুকের বন্ধুতালিকা থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। কীভাবে এই কাজ করবেন, জেনে নিন।

কম্পিউটার থেকে

* ব্রাউজারে ফেসবুকে ওপেন করুন।
* ডান দিকে উপরে মেনু সিলেক্ট করে সেটিংস ওপেন করুন।
* এবার বা দিকের কলামে প্রাইভেসি সিলেক্ট করুন।
* ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ’ বিভাগে গিয়ে, ‘হু ক্যান সি ইওর ফ্রেন্ডস লিস্ট’ অপশনে ক্লিক করুন।
* এবার ড্রপ ডাউন মেনুতে আপনার ফ্রেন্ড লিস্ট যে বা যাদের দেখাতে চান, কেবল মাত্র তাদেরই সিলেক্ট করুন। নিচের যে কোনও একটি অপশন বেছে      নিন।

Public: যে কোনও ফেসবুক গ্রাহক আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন।
Friends: শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টের ব্যক্তিরা আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।
Only Me: শুধুমাত্র আপনি নিজের ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।
Custom: কোন কোন ব্যক্তি আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন, তা নিজেই সিলেক্ট করতে পারবেন।

এই অপশনগুলোর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করার পরে সেভ করুন।

ডান দিকে ক্লোজ অপশন সিলেক্ট করে সেটিংস সেভ করুন।

স্মার্টফোন থেকে

* ফেসবুক অ্যাপ ওপেন করুন।
* অ্যানড্রয়েড ফোনের ডান দিকে উপরে ও আইফোনের ডান দিকে নিচে মেনু আইকন সিলেক্ট করুন।
*  সেটিংস ও প্রাইভেসি সিলেক্ট করুন।
*  সেটিংস সিলেক্ট করুন।
* প্রাইভেসি সেটিংসে ট্যাপ করুন।

‘হু ক্যান সি ইওর ফ্রেন্ডস লিস্ট?’ অপশন সিলেক্ট করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।

Public: যে কোনও ফেসবুক গ্রাহক আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন।
Friends: শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টের ব্যক্তিরা আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।
Only Me: শুধুমাত্র আপনি নিজের ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।

এছাড়াও, ফ্রেন্ডস এক্সসেপ্ট , স্পেসিফিক ফ্রেন্ডস ও  স্পেসেফিক লিস্টস অপশন দেখতে পাবেন।

নিজের পছন্দের অপশন সিলেক্ট করে, তা সেভ করুন

আপনি নিজের ফ্রেন্ড লিস্ট হাইড করলেও, কয়েকটি উপায়ে  ফেসবুকে কে কার ফ্রেন্ড লিস্টে রয়েছে, তা জানা সম্ভব। আপনার সঙ্গে কোনও ব্যক্তির মিউচুয়াল ফ্রেন্ড থাকলে, তা ফ্রেন্ড লিস্ট হাইড থাকলেও দেখাবে। এছাড়াও, ফ্রেন্ড লিস্ট প্রাইভেট থাকলে, আপনার বন্ধুর ফ্রেন্ড লিস্ট পাবলিক থাকতে পারে। সেখানে আপনি কোন ব্যক্তির সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন জানা সম্ভব।

(ঢাকাটাইমস/৮জুলাই/এজেড)