টিপস

ফোনের ব্যাটারি নিঃশেষ করছে হোয়াটসঅ্যাপ, জানুন সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২১, ০৯:৩৭

আপনার অজান্তেই হোয়াটসঅ্যাপ ফোনের ব্যাটারির নিঃশেষ করে দিচ্ছে। ফোনের ব্র্যাকগ্রাউন্ডে অ্যাপটি চলার কারণে অনেকেই ব্যাটারির দ্রুত ফুরানোর কারণটি বুঝতে পারে না। জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ চালানোর পরও ব্যাটারির আয়ু বাড়াবেন।

অটোমেটিক মিডিয়া ডাউনলোড বন্ধ করুন।

হোয়াটসঅ্যাপের যে কোনও মিডিয়া ফাইল নিজে থেকেই ডাউনলোড হয়, যা আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দেয়। সেটিংস থেকে এই অপশন বন্ধ করা সম্ভব। হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল অটোমেটিক ডাউনলোড বন্ধ করতে নিচের পদ্ধতি দেখে নিন -

* স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

* ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অপশন বাছাই করুন।

* এবার ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজ অপশন সিলেক্ট করুন।

* তার পরে মিডিয়া অটো ডাউনলোড বিভাগে যান।

* এখানে হোয়েন ইউজিং ফোন ডাটা সিলেক্ট করে ফটোস, অডিও ফাইল, ভিডিওস, এবং ডকুমেন্টস পাশে আনচেক করে দিন।

* এর পরে হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই সিলেক্ট করে, আবার সেই একই কাজ করুন।

* সবশেষে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন অ্যাডজাস্ট করুন।

আপনি সারাদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে নোটিফিকেশনের জন্য ফোনের অনেকটা ব্যাটারি শেষ হয়। তাই, সেটিংস থেকে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনও নিয়ন্ত্রণ করা জরুরি। শুধুমাত্র খুব প্রয়োজনীয় নোটিফিকেশন ছাড়া বাকি সব নোটিফিকেশন বন্ধ করে দিন। এছাড়াও, নোটিফিকেশনে ভাইব্রেশন অপশনও বন্ধ করে দিন।

(ঢাকাটাইমস/৮জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :