নিখোঁজের পরদিন বাড়ির পাশেই মিলল কিশোরের লাশ

ভৈরব (কিশোরগঞ্জ), ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩:৪১ | প্রকাশিত : ০৮ জুলাই ২০২১, ১২:২৫

ভৈরবে নিখোঁজের একদিন পর বাড়ির পাশেই মিলল মবিন (১৭) নামের এক কিশোরের লাশ। পুলিশ বুধবার রাত আটটার দিকে পৌর শহরের কালীপুর মধ্যপাড়ার উসমান চেয়ারম্যানের বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মবিন কালিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার মা জব্বার জুটমিলে শ্রমিকের কাজ করেন। সে ভৈরব বাজারে একটি দোকানে কাজ করত। কঠোর লকডাউনে দোকান বন্ধ থাকায় বাড়িতেই ছিল। কোনো কারণে মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। বের হওয়ার আগে তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এর পরক্ষণেই তার মা মুবিনের মোবাইলে একাধিকবার ফোন করেও মোবাইল ফোন বন্ধ পান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বুধবার সন্ধ্যায় প্রতিবেশী বাছির মিয়া লাশটি দেখতে পান।

নিহতের বড় বোন সালমা বেগমের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

ভৈরব থানার ওসি মো.শাহিন মিয়া বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/৮জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :