করোনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

প্রকাশ | ০৮ জুলাই ২০২১, ১৪:৫২ | আপডেট: ০৮ জুলাই ২০২১, ১৫:১২

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বুধবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বৃহস্পতিবার রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লার মৃত্যুর খবরের তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে আলিফ লায়লার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি মারা যান।
তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক হিসেবে কর্মরত। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/৮জুলাই/পিএল)