করোনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৫:১২ | প্রকাশিত : ০৮ জুলাই ২০২১, ১৪:৫২

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বুধবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বৃহস্পতিবার রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লার মৃত্যুর খবরের তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে আলিফ লায়লার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি মারা যান।

তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক হিসেবে কর্মরত। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/৮জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :