ময়মনসিংহে ১০ টাকায় খাদ্যপণ্য বিতরণ অব্যাহত

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২১, ১৫:৫৫

লকডাউনের অষ্টম দিনে ময়মনসিংহ জেলা পুলিশ আহমার উজ্জামানের নির্দেশে দ্বিতীয় দিনের মতো অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বির নেতৃত্বে ১০ টাকায় খাদ্যপণ্য বিতরণ কর্মসূচি চালু আছে।

বৃহস্পতিবার সকালে নগরের মুকুল নিকেতন স্কুলে ১১০ জনের মাঝে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। ‘সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’ এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ, কর্মহীন মানুষের স্বল্প মূল্যের ভাসমান দোকান থেকে এই খাদ্যপণ্য বিতরণ হচ্ছে। লকডাউন চলাকালে জেলা পুলিশ এই কর্মসূচি চালিয়ে যাবে। ১০ টাকায় দুই দিনের খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ ও লবণ।

বৃহস্পতিবার এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আলাউদ্দিন, ফাল্গুনী নন্দী, জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/৮জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :