চাঁপাইনবাবগঞ্জে ফ্রি চিকিৎসায় সেনাবাহিনী

প্রকাশ | ০৯ জুলাই ২০২১, ১৫:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও অসহায় অসুস্থ রোগীদের জন্য চাঁপাইনবাবগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া।

শুক্রবার বেলা ১১টার দিকে বেঙ্গল ক্যাভালরি আয়োজনে ও ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক পরিচালনায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় শতাধিক রোগীকে বিশেষ এই স্বাস্থ্যসেবা দেয়া হয়। এই সেবার মধ্যে ছিল বিনামূল্যে ওষুধ বিতরণ, চেকআপ ও প্রয়োজনীয় পরামর্শ।

বেঙ্গল ক্যাভালরির কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফেরদৌস আরিফের নেতৃত্বে এবং লেফটেন্যান্ট তানভীরের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই চিকিৎসা সেবা দেন ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ক্যাপ্টেন ডা. নওশীন সালসাবিল শামীরা।

এছাড়াও বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন আশিক বিন আজাদের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় করোনা সচেতনতায় সেবাবাহিনীর একটি টিম মাইকিংসহ টহল দেয়। সেই সঙ্গে লডকাউনে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া লোকজনকে নির্বাহী হাকিমের মাধ্যমে জরিমানা করা হয়।  

(ঢাকাটাইমস/৯জুলাই/এসএ/কেএম)