মানিকগঞ্জে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে যুবলীগ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২১, ১৯:৪৬

লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়-দুঃস্থদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে মানিকগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার কোর্ট চত্বর, শহীদ রফিক সড়ক এলাকা, পূর্ব দাশড়া, গঙ্গাধরপট্টিসহ বেশ কয়েকটি এলাকায় এক হাজার পরিবারের মাঝে তারা খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি ও পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম খান, সাদেকুল ইসলাম সোহা, মনিরুল ইসলাম খান, সামিউল আলীম রনি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুল হক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগ লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। যতদিন লকডাউন থাকবে, ততদিন যুবলীগ অসহায় মানুষের পাশে সহযোগিতা অব্যাহত রাখবে।

যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি বলেন, পৌর এলাকা থেকে আমাদের কর্মসূচি শুরু করেছি। আমাদের এই কর্মসূচি পুরো জেলায় চলমান থাকবে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি হুইল সাবান।

(ঢাকাটাইমস/৯জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :