শিবগঞ্জে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২১, ১৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জের উজিরপুর এলাকায় করোনাকালে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। রবিবার সকালে উজিরপুর ইউনিয়নের উজিরপুর ঈদগা মাঠে অসহায় ও কর্মহীন ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদা, উপজেলার ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আশিফ আহসান, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেন ও সাধারণ সম্পাদক আলিরাজসহ অন্যরা।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি পিয়াজ, এক কেজি আদা, এক কেজি রসুন, এক কেজি আলু, লেবু, মাক্স ও হ্যান্ডস্যানিটাইজার।

এ সময় শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনাকালে লকডাউন থাকায় সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ চলছে। আর যতদিন করোনা ও লকডাউন থাকবে ততদিন কর্মহীন মানুষের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :