ইসরাইলে আগস্ট থেকে দেয়া হবে বুস্টার ডোজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২১, ১২:২০

ফাইজারকে করোনা টিকার তৃতীয় ডোজের জন্য অনুমোদন দিয়ে দিল ইসরাইল। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে বুস্টার ডোজ দেয়া। ইসরাইল এ পর্যন্ত শুধুই ফাইজারের টিকা দিয়েছে। টিকা নেয়ার ছয় মাস উত্তীর্ণ হওয়ার পরে অনেকে নতুন করে সংক্রমিত হচ্ছেন। ডেল্টা স্ট্রেন আটকাতে পারছে না টিকা। ফলে নতুন করে টিকাকরণ প্রয়োজন বলে মনে করছে দেশটি।

করোনার প্রকোপ একেবারে কমে গিয়েছিল ইসরাইলে। কিন্তু সম্প্রতি দেশটিতে প্রবলভাবে ডেল্টা সংক্রমণ শুরু হয়েছে। এই দেশে এখন এক দিনে গড় সংক্রমণ কমপক্ষে ৪৫০। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি হাসপাতালে ৪৬ জন করোনা রোগীর অবস্থা গুরুতর। তাদের মধ্যে অর্ধেকেরই টিকা দেয়া ছিল।

কোভিড রেসপন্স গ্রুপের কোঅর্ডিনেটর নাশম্যান অ্যাশ বলেছেন, এদের বেশির ভাগই ষাটোর্ধ্ব। তাছাড়া অন্যান্য অসুস্থতা রয়েছে।

তৃতীয় ডোজের পাশাপাশি কিশোর-কিশোরীদের টিকাকরণও দ্রুত গতিতে সারতে চাইছে ইসরাইল। সেই সঙ্গে ফাইজারের থেকে আরো টিকা কেনার চুক্তিও করে ফেলছে তারা।

দিন কয়েক আগেই ফাইজার জানায়, তারা খুব শীঘ্রই তৃতীয় ডোজ প্রয়োগের ট্রায়াল রিপোর্ট পেশ করতে চলেছে। এরপরই তারা ছাড়পত্রের আবেদন জানাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে। কিন্তু প্রাথমিকভাবে সেই প্রস্তাব খারিজ করে দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুটি ডোজ নেয়ার পরে তাদের দেশে খুব কম লোকই সংক্রমিত হচ্ছেন। ফলে এখনই তৃতীয় ডোজের প্রয়োজন নেই।

ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সিও এ নিয়ে উৎসাহ দেখায়নি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, ‘গোটা বিশ্বের একটা বড় অংশ একটি ডোজও পায়নি। এখনই তৃতীয় ডোজের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার সময় আসেনি। তাছাড়া কোভিড টিকার দুটি ডোজের কার্যকারিতা কতদিন থাকছে, সেই সম্পর্কে যথেষ্ট তথ্য নেই।’

কিন্তু ফাইজার জানিয়েছে, ইসরাইল তাদের একটি রিপোর্ট দিয়েছে। সেটা দেখেই তারা তৃতীয় তথা বুস্টার ডোজ দেয়ার কথা ভাবছে।

প্রবীণ ও শারীরিক অসুস্থতায় দুর্বল ব্যক্তিদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগস্ট মাস থেকেই তা শুরু হবে। কিন্তু সবাইকে তৃতীয় ডোজ দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

(ঢাকাটাইমস/১২ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :