পেশা বদলেও উপায় হচ্ছে না দিনমজুরদের

মহসিন রনি, বিয়ানীবাজার (সিলেট)
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২১, ১৬:৫৪

করোনার শুরু থেকেই সব চেয়ে বেশি কষ্টে আছেন দেশের শ্রমজীবী মানুষ। এর মধ্যে রয়েছেন সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় জীবিকা নির্বাহ করতে আসা প্রায় কয়েক লাখ মানুষ। লকডাউনে পেশা বদল করেও উপায় হচ্ছে না তাদের। বিশেষ করে বিপাকে পড়েছেন দিনমজুরসহ নৌকার মাঝিরা। কষ্টে আছেন তারা।

উপজেলার অনেক চানাচুরওয়ালা পেশা বদল করে হয়েছেন রিকশাচালক, নৌকার মাঝি হয়েছেন সবজি বিক্রেতা। কোনো পেশায় তাদের স্থায়িত্ব হচ্ছে না।

চানাচুর বিক্রেতা আব্দুল মানিক বিয়ানীবাজারে ৩২ বছর থেকে এ পেশার সঙ্গে যুক্ত থাকলেও করোনা ও লকডাউনে একাধিকবার পেশা বদলেও তা টেকে নি। ফলে পরিবার নিয়ে দিশেহারা তিনি।

এ তালিকা থেকে বাদ যাননি কুশিয়ারার পাড়ে বাপ-দাদার দেখানো পথে বৈঠা বেয়ে মানুষ পার করা মিনহাজ মাঝি।

আব্দুল মানিক বলেন, প্রথম প্রথম কষ্ট হলে এখন আর কষ্ট হয়না। ছেলেমেয়েকে অনেক দিন ভালোমন্দ খাওয়াতে পারিনি।

মিনহাজ মাঝি বলেন, খেয়াঘাটে নৌকা দিয়ে যে টাকা আয় করি তাতে সংসার টেনে-টুনে চালাই। এর মধ্যে লকডাউনে মানুষ নেই, কি করে সংসারের চুলো জ্বলবে জানি না। আমাদের শেষ ভরসা সৃষ্টিকর্তা।

(ঢাকাটাইমস/১২জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :