রূপগঞ্জ ট্রাজেডি: ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের তদন্ত শুরু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২১, ২০:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও জেলার প্রশাসনের দুইটি পৃথক তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার দুপুরে ও বিকালে উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুডের ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেন তারা। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা আলামত সংগ্রহ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে ঘটনা শুরু করেছে।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, গত রবিবার থেকে আমরা তদন্ত শুরু করেছি। আমরা ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছি এবং নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এ পর্যন্ত ১৪ জন শ্রমিকের সাক্ষ্যর নেওয়া হয়েছে। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন আহমেদ হাশেম ফুডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিক খোঁজ-খবর নিতে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার শাহ্ নূসরাত জাহান।

পরে বিকাল ৪টার দিকে জেলার প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার থেকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির কাজ শুরু হয়। তারা আলমত সংগ্রহসহ শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মাদক কারবারি রাকিব ভুইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :