মিষ্টি খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:২৪ | প্রকাশিত : ১৩ জুলাই ২০২১, ১৬:২১

হরিণাকুন্ডুতে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা সোমবার বিকালে হরিণাকুন্ডু থানায় মামলা করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতোলা গ্রামে বাড়ির পাশে খেলছিল শিশুটি। দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের জব্বার আলীর ছেলে মনছের আলী (৫৭) শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন মাঠে নিয়ে যায়।

একটি পান বরজের পাশে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি করতে থাকে। শিশুর কান্না শুনে পান বরজে কাজ করা কাচারীতোলা গ্রামের ইমদাদুল হকের ছেলে লিকু বেরিয়ে আসে। লিকুকে দেখে হাত পা জড়িয়ে ধরে মনছের আলী। ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।

শিশুটির বাবা দিনমজুর হওয়ায় সমাজপতিরাও এড়িয়ে যায় এবং থানায় মামলা করতে নিষেধ করে। সোমবার শিশুটির বাবা বাড়ি থেকে পালিয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় আসামি মনছের।

ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুন্ডুর চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমিরুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামি মনছের আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :