সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে বিনিয়োগ নয়: ডিএসই

প্রকাশ | ১৪ জুলাই ২০২১, ১৩:০৮ | আপডেট: ১৪ জুলাই ২০২১, ১৩:৩৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারের বিষয়ে উদ্বুদ্ধ হয়ে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের উদ্দেশে বলা হয়েছে, ডিএসই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিজ্ঞপ্তি দেয় না। বিভিন্ন মাধ্যম থেকে বিজ্ঞপ্তি দেখে যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ না করে সে বিষয়ে সতর্ক করেছে ডিএসই।

ডিএসই থেকে জানানো হয়েছে, ফেসবুক, ওয়াটসঅ্যাপ, ভাইবার এবং লিংকেডিন এ সমস্ত মাধ্যমে ডিএসই কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে না।

পুঁজিবাজারের বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কিছু দুষ্কৃতকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করে আসছে। বিষয়টি ডিএসইর দৃষ্টিতে পড়ে। যার কারণে বিনিয়োগকারীদেরকে সতর্ক করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসআই/কেআর)