জমিজমা নিয়ে বিরোধ, দুই ছেলেসহ বাবাকে কুপিয়ে আহত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২১, ১৬:৪৫

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারার নোনাবিল এলাকায় ফসলের জমির পাড় কাটাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। বুধবার সকালে এ হামলায় নোনাবিল এলাকার আব্দুল হালিমসহ তার দুই ছেলেকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হালিম তার দুই ছেলেকে নিয়ে জমিতে চাষাবাদের কাজ করছিলেন। এসময় জমির পাড় পরিস্কার করতে গেলে পার্শ্ববর্তী টিলায় বসবাসরত পূর্ণ কুমার ত্রিপুরা ও তার ছেলে বিমুল কুমার ত্রিপুরা তাদের ওপর হামলা করে। এতে আব্দুল হালিম ও তার দুই ছেলে রফিকুল ইসলাম শান্ত এবং রিফাত ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন জানান, একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আব্দুল হালিম ও তার আরেক ছেলে রফিকুল ইসলাম শান্তর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ওসি শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :