ব্র্যাক ব্যাংকের অর্থায়নে ক্রিকেটার মোরশেদের কৃত্রিম পা সংযোজন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৮:২৭ | প্রকাশিত : ১৪ জুলাই ২০২১, ১৮:১৩

জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের অন্যতম সদস্য মোরশেদকে সম্প্রতি কৃত্রিম পা সংযোজন করে দিয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার। এতে সহায়তা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জুন মাসের ১৩ তারিখে কৃত্রিম পা সংযোজন করা হয় মোরশেদের শরীরে।কিছুদিন অনুশীলন আর অভ্যস্ততা তৈরি হওয়ার পর নিজ বাড়িতে ফিরে যান মোরশেদ। ৯৬-তে জন্ম নেয়া এই তরুণ এখন রীতিমতো দৌড়ে বেড়ান তার ক্রিকেট অনুশীলনে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আলতাফ হোসেনের ছেলে মোরশেদ আলম। ঘর থেকে কোনো রকমে খেলার মাঠ অব্দি চলাফেরা করতে পারলেও নানা অসুবিধার মুখোমুখি হতেন মোরশেদ। আর্থিক টানাপড়েনের কারণে সঠিক চিকিৎসা করাতে পারেননি তার পরিবার।

মোরশেদের ব্যাপারে জানতে পেরে তার স্বপ্নজয়ের অদম্য ইচ্ছাকে স্বাগত জানিয়ে এগিয়ে আসে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারের তত্বাবধানে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করা হয় তার শরীরে।

কেমন আছেন, জানতে চেয়ে মোরশেদকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি আগের চেয়ে অনেক ভালো আছি। হাঁটতে পারি, খেলতে পারি। আগে হাঁটতে গেলে ব্যাথা পেতাম, এখন আর সমস্যা হয় না। পায়েও চাপ পড়ে না। আমার মা-বাবাও ভীষণ খুশি হয়েছেন। অনেক বন্ধু দেখতে আসেন। কৃত্রিম পা পেয়ে এখন স্বপ্ন দেখছি। আগে ক্রিকেট খেলতে কষ্ট হতো, এখন অনেক সাবলীলভাবে খেলতে পারি।’

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্র্যাক ব্যাংকের মূল লক্ষ্য সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে। আর তাই বিভিন্নভাবে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মধ্য দিয়ে মানুষের জন্য কাজ করছি আমরা। মোরশেদের স্বপ্নজয়ের যাত্রায় অংশ হতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত।’

ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারের ‘পুওর ফান্ড’-এ প্রতি বছর আর্থিক সহায়তা প্রদান করে ব্র্যাক ব্যাংক। আর তা দিয়ে অসহায় মানুষদের কৃত্রিম অঙ্গ সংযোজনের ব্যয়ভার বহন করা হয়।

গত ১৭ মার্চ দেশের একটি দৈনিক পত্রিকায় কৃত্রিম পায়ের অভাবে স্কুলে যেতে না পারা ঈশিতার ব্যাপারে একটি প্রতিবেদন ছাপা হলে এগিয়ে আসে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার এর সহযোগিতায় ৫ এপ্রিল ঈশিতাকে বিনামূল্যে একটি কৃত্রিম পা সংযোজন করে দেয়।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :