বগুড়ায় করোনা-উপসর্গে আরও ১৬ মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬:০২ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২১, ১৫:৪৯

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনের করোনায় এবং ১০ জনের উপসর্গে মৃত্যু হয়েছে।

এছাড়া এই সময়ে জেলায় ৫২৪টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১০২ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনলাইন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক।

২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে তিনজন হলেন- বগুড়া সদরের আমজাদ হোসেন (৮৫) ও আব্দুল হামিদ (৯০) এবং শাজাহানপুরের খোরশেদ আলম (৫৪) । বাকি তিনজনের নাম ঠিকানা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য দপ্তর। এছাড়া করোনার উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডাঃ সাজ্জাদ।

তিনি জানান, জেলা এ পর‌্যন্ত মোট ১৬ হাজার ৫৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন। মৃত্যু হয়েছে ৪৯১ জনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার চারজন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এসএ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :