পাবনায় মেয়াদোত্তীর্ণ টিউবে করোনা পরীক্ষা!

বিশেষ প্রতিনিধি, পাবনা
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০২১, ২১:০৮

পাবনায় করোনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কোভিড-১৯ পরীক্ষার কাজে এই লিকুইড টিউব ব্যবহার করা হয়।

ভুক্তভোগী জনৈক ব্যক্তি জানান, করোনা পরীক্ষার জন্য তাকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত মেয়াদের লিকুইড টিউবে নমুনা নেয়া হয়। এসময় তিনি মেয়াদোত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। দায়িত্বরত ব্যক্তিরা এ বিষয়ে অফিসে অভিযোগ করতে বলেন। কোনো উপায় না পেয়ে তিনি সাংবাদিকদের কাছে যান এবং বিস্তারিত জানান।

এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায় অন্য লোক দিয়ে নমুনা সংগ্রহের কাজ করানো হচ্ছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া ১৯টি টেস্ট টিউব ছিল। পরবর্তী সময়ে মেয়াদ আছে এমন নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফলাফল নাও আসতে পারে। এদের কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।’

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী সময়ে মেয়াদ থাকা লিকুইড টিউবের ব্যবস্থা করা হয়। বর্তমানে নমুনা সংগ্রহের কাজ ঠিকভাবে চলছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/কেএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :