পাটুরিয়া ঘাটে বাড়ছে যাত্রীদের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০:৫৪ | প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ১০:৩৯

কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার দ্বিতীয় দিনে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। সকাল থেকেই সড়ক মহাসড়ক ও ঘাট এলাকায় বাস-ট্রাকের কিছুটা চাপ বাড়লেও নেই পারাপারের ভোগান্তি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহা ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ছোট বড় ১৫টি ফেরি দিয়ে দূরপাল্লার বাস, জরুরি পণ্য ও পশুবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। নাব্য সংকট না থাকায় ফেরি পারাপারেও অল্প সময় লাগছে।

তিনি আরো জানান, বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে বাস ঘাটে আসা মাত্রই পার হয়ে যাচ্ছে। আজকে ফেরি বহরে আরো একটি ফেরি যোগের সম্ভাবনা রয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ চলাচল করছে। তবে, লঞ্চঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এদিকে টানা ১৪ দিনের বিধিনিষেধ শেষে বৃহস্পতিবার থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিধিনিষেধ শিথিল হওয়ায় সড়কগুলোতে গাড়ির প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু এলাকার মহাসড়কসহ বিভিন্ন রুটে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :