করোনা রোগীর বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো পুলিশ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ১৭:৩৩

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফোনে কল করে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র এক করোনা পজিটিভ রোগী খাদ্য সহায়তা চাইলে তৎক্ষণাৎ তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে ওসি মো. ওয়াহিদুজ্জামানের ফোনে কল করেন উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের এক অসহায় করোনা পজিটিভ রোগী। এর পরপরই ওসি ওই অসহায় পরিবারের বাড়িতে থানার এসআই আব্দুল আজিজ ও এএসআই হারুনের মাধ্যমে সেই সব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল আট কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ।

খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় পরিবার। পরিবারের লোকজন বলেন, এতো দ্রুত খাবার পাবেন তা তারা ভাবেননি। ফোনে কল দেয়ার পরপরই খাবার নিয়ে হাজির হয় থানা পুলিশ।

এ বিষয়ে ওসি ওয়াহিদুজ্জামান বলেন, একজন করোনা রোগী নাম প্রকাশ না করার শর্তে আমাকে ফোন করে বলেন যে, তাদের বাড়িতে কোনো খাবার নেই। তাদের কিছু খাবার প্রয়োজন। তারা অসহায় জীবনযাপন করছেন। তারপরে আমি দ্রুত এসআই আব্দুল আজিজ ও এএসআই হারুনের মাধ্যমে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেই।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :