মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই ট্রলার ডুবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ১৭:৫৮

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে গরু বোঝাই একটি ট্রলার ডুবি গেছে। এলাকাবাসীর সহায়তায় ২৪টি জীবিত ও একটি মৃত গরু উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ছয়টি গরু। এ ঘটনায় কোনো মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শুক্রবার দুপর দেড়টার দিকে উপজেলার ডহুরি এলাকার পদ্মার শাখা নদীতে ওই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৩১টি গরু ছিল বলে জানিয়েছেন বেপারিরা।

এ ঘটনায় বাল্কহেডটিকে আটক করেছে পুলিশ। তবে, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে বাঁধা অবস্থায় ছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাসেল। তিনি বলেন, গরুভর্তি ট্রলারটি সিরাজগঞ্জ জেলা থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জ জেলায় যাচ্ছিলো। পথিমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধ্বাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। তবে এসময় ট্রলারে থাকা ২৯জন গরুর বেপারি সাঁতরে তীরে উঠতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :