স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে: প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ২০:২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জীবন রক্ষায় সচেতনতা আবশ্যক। আমাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। যত লাখ মাস্ক লাগবে ব্যবস্থা করে দেয়া হবে। তিনি বলেন, মুজিববর্ষে সরকার গৃহহীনদের ঘর করে দিচ্ছে। এঘরে কোন অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না।

শুক্রবার সন্ধ্যায় মরণব্যধি করোনাভাইরাস থেকে সাধারণ মানুষ ও পথচারীদের সুরক্ষা এবং জনসচেতনতার লক্ষে সিংড়া উপজেলায় ৪০টি করোনা প্রতিরোধক বুথ স্থাপন ও বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

এসময় সিংড়ার পৌর মেয়র ও নাটোর জেলার বিভিন্ন প্রেসক্লাবে বিনামূল্যে এক লাখ মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউএনও এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

উল্লেখ্য, এই বুথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারসহ পুরাতন মাস্ক রেখে বিনামূল্যে নতুন মাস্ক নেওয়ার সু-ব্যবস্থা রয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :