টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ২০:৫০

টাঙ্গাইলে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রসুলপুর ও সকালে আশেকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার মিরপুরের নবাবের বাগ এলাকার আব্দুল আলমের ছেলে প্রাইভেটকারযাত্রী রফিকুল ইসলাম (৩০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মিনি ট্রাকের চালক রাহাদ সরকার।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহির বলেন, ‘মহাসড়কের রসুলপুর এলাকায় সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় উত্তরঙ্গগামী একটি প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রাইভেটকারের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

অপরদিকে সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি আমবোঝাই মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। মিনি ট্রাকটি মহাসড়কের আশেকপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত এবং হেলপার আহত হয়। পরে চালক রাহাদ সরকার মারা যান।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :