নেত্রকোণায় অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২১, ২২:০৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উত্তর বারোমারী এলাকায় ৫২ লাখ ৮১ হাজার টাকা মূল্যমানের বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া শুক্রবার রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বারোমারী বিওপি’র বিজিবি জোয়ানরা বৃহস্পতিবার রাতে উত্তর বারোমারী সীমান্ত এলাকায় টহল দানকালে ৫২ লাখ ৮১ হাজার টাকা মূল্যমানের বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি আটক করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আটক মালামাল নেত্রকোণা জেলা কাস্টমস্ অফিস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :