বগুড়ায় করোনায়-উপসর্গে আরও ১৮ মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০২১, ১৫:৩১

বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় পাঁচজনের এবং উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৫৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪৭ জন। আক্রান্তের হার ৪৭ দশমিক ৫৬ শতাংশ।

শনিবার বেলা সাড়ে ১১টায় অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।

করোনায় নতুন মৃতরা হলেন- গাবতলী উপজেলার নুরুল ইসলাম (৭৫) ও আসমা শিরীন (৬৪), আদমদিঘীর রাবেয়া (৬০) ও জহুরুল ইসলাম (৬৫) এবং শিবগঞ্জের মিঠুন (১৬)।

এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গে আরও ১৩ জন মারা গেছেন বলে জানান ডাঃ তুহিন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় মোট শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৫ জন। ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৬৬ জন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :