নাটোরে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করলেন প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০২১, ১২:৩৫ | প্রকাশিত : ১৮ জুলাই ২০২১, ১২:০৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জেলার বিভিন্ন জনবহুল স্থানে প্রতিস্থাপনের জন্যে করোনা প্রতিরোধ বুথ এবং হাসপাতালের জন্যে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, তিনটি স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। নিয়মিত মাস্ক ব্যবহার করা, সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পরিতোষ কুমার রায়, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মালেক শেখসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :