পাটুরিয়ায় ঘরমুখোদের ভিড় থাকলেও নেই বাসের চাপ

প্রকাশ | ১৮ জুলাই ২০২১, ১৪:২৪ | আপডেট: ১৮ জুলাই ২০২১, ১৫:২৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

পবিত্র ঈদুল আযহার আর মাত্র দুইদিন বাকি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বাড়ি যাচ্ছে ঘরমুখো মানুষ। কিন্তু পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার ও ঘরমুখোদের চাপ থাকলেও দূরপাল্লার বাসের তেমন চাপ নেই বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বানিজ্য) জিল্লুর রহমান জানান, সকাল থেকেই ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় দূরপাল্লার বাসের চাপ নেই। বর্তমানে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। শুধু পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারের পাশাপাশি ঘরমুখো মানুষ পার হচ্ছে।

জিল্লুর রহমান আরও জানান, সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, অর্ধশতাধিক ছোট গাড়ি নদী পারের অপেক্ষায় আছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএল)