যশোরে করোনায়-উপসর্গে আরও আটজনের প্রাণহানি

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০২১, ১৭:৪৭

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১৫ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৮ শতাংশ।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, নতুন করে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনা রোগী ছিলেন। বাকি দুজনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৯৬ জন, সুস্থ হয়েছেন নয় হাজার ৭৮২ জন, করোনা পজেটিভ রোগী মারা গেছে ২৬৩ জন।

মৃতদের সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৮৮ জন, কেশবপুরে চারজন, ঝিকরগাছায় ১৩ জন, অভয়নগরে ২৭ জন, মনিরামপুরে একজন, বাঘারপাড়ায় চারজন, শার্শায় চারজন, চৌগাছা উপজেলায় ১২ জন নতুন করে শনাক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :