ফটিকছড়িতে মেডিকেল পাড়ায় পশুবাজার, ভোগান্তিতে রোগীরা

ফটিকছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০২১, ১৮:০৯

বছর ঘুরে আবারও এসেছে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আগামী ২১ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে পালন করা হবে এই দিনটি। আর কোরবানিকে সামনে রেখে ফটিকছড়ির বিভিন্ন বাজারে জমে উঠেছে পশুর হাট।

উপজেলার বিভিন্ন পশুর হাটে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও। অধিকাংশ মানুষ পরছে না মাস্ক। গাদাগাদি করে রাখা হয়েছে কোরবানির পশু। শারীরিক দূরত্ব চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

ফটিকছড়ি সদর বিবিরহাটের পর বড় বাজার হচ্ছে নাজিরহাট বাজার। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রয়েছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যে কারণে নাজিরহাট বাজার মেডিকেল এলাকা নামেও সমধিক পরিচিত।

শনিবার সরেজমিনে দেখা গেল বাজারের মূল সড়কে পশুবাজার বসার কারণে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। কিন্তু খোলা মাঠে বাজার বসানোর নির্দেশনা থাকলেও এভাবে মূল সড়কে হওয়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ ও গেইটেও গরু বাঁধতে দেখা গেছে। এ কারণে চরম ভোগান্তি পোহাতে দেখা গেছে চিকিৎসা নিতে আসা রোগীদের। বাজার কমিটির এমন অব্যবস্থাপনার ব্যাপারে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী খোলা মাঠে পশুবাজার বসানোর বিষয়টি আমি সমন্বয় সভায় তুলেছি, কিন্তু বাজার কর্তৃপক্ষ তা মানছে না। শনিবারের বিষয়টির সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন।’

এ ব্যাপারে জানতে চাইলে নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাসির চৌধুরী বলেন, ‘খোলা মাঠে বাজার বসানোর নির্দেশনা থাকলেও কাদামাটির কারণে আমরা তা করতে পারিনি। কিন্তু যানচলাচল স্বাভাবিক রাখতে আনসার সদস্যসহ নিজস্ব স্বেচ্চাসেবক নিয়োগ দিয়েছি।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুসরণ করে পশু বাজার বসানোর জন্য সব বাজার কমিটিকে দিক নির্দেশনা দিয়েছি। পশুর হাটে স্বাস্থ্যবিধি সচেতনতার লক্ষ্যে মাইকিং করার জন্য এবং মাক্স বিতরণ করার জন্যও বলা হয়েছে।’

এছাড়াও নাজিরহাটের বিষয়ে সরেজমিন গিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :