নোয়াখালীতে করোনায় আরও ৮ প্রাণহানি

প্রকাশ | ১৮ জুলাই ২০২১, ১৮:৩৩

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালী ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ২৪ দশমিক ৫২ ভাগ।

রবিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নিরুপম দাশ বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড হাসপাতালে আরও আট রোগী মারা গেছেন। যার মধ্যে বেগমগঞ্জের তিন, চাটখিলের দুই, সেনবাগের এক ও সদরের দুইজন রোগী রয়েছেন। এছাড়া এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন। হাসপাতালে ২৫ জন পুরুষ ও ৪৮ জন নারীসহ ৭৩ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ১০ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. মাসুম ইফতেখার জানান, জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ২১২টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জের ২৩, সোনাইমুড়ীর ২৮, সেনবাগের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭০৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৩৭৫ জন রোগী। আইসোলেশনে রয়েছেন পাঁচ হাজার ১৫৯ জন রোগী।

(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএল)