‘নিরাপদে মানুষ বাড়ি যেতে কাজ করছে পুলিশ’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০২১, ২০:৩৬

ঈদে যেন ঘরমুখো মানুষরা নিরাপদে, স্বাচ্ছন্দে ও আনন্দমুখর পরিবেশে বাড়ি যেতে পারেন তার জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ঘাট এলাকায় দিন রাত কাজ করে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে জেলায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে ঘরমুখো মানুষের বাড়ি যেতে কোন সমস্যা না হয়।

রবিবার পাটুরিয়া ফেরি ঘাট পরিদর্শনকালে পুলিশ সুপার আজাদ খান গণমাধ্যমকে এসব কথা বলেন।

পুলিশ সুপার আরো বলেন, আমরা ঠিকমত কাজ করছি বলেই ঘাটে যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই। সকাল থেকেই ঘাটে আসা যাত্রী ও যানবাহন অল্প সময়ের মধ্যেই নৌপথ পাড় হতে পারছে। শুধু পাটুরিয়া ঘাটেই শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য কয়েক শত পুলিশ নিয়োজিত করা হয়েছে। তাছাড়া মহাসড়কে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য হাইওয়ে পুলিশ নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ঘাট এলাকায় সকাল থেকে দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে, শনিবারের চেয়ে চাপ অনেক কম। যানবাহন ও যাত্রীদের পারাপার করতে বহরের ১৬টি ফেরি চলাচল করছে।

তিনি আরো জানান, সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় ছোট গাড়ি ও ঘরমুখ মানুষের চাপ থাকলেও দূরপাল্লার বাসের চাপ নেই। বর্তমানে কয়েকটি বাস, কিছু ছোট গাড়ি এবং শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। বাসের চাপ না থাকায় সিরিয়াল অনুযায়ী ছোট গাড়ি ও সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে পার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :