গোপালগঞ্জে ভ্যাকসিন বুথে নেই স্বাস্থ্যবিধির বালাই

শেখ মোস্তফা জামান, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৬:১৪

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের করোনা ভ্যাকসিন গ্রহণ বুথের বাইরে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভীড়। গাদাগাদি করে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন নানা বয়সী মানুষ। তাদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। অন্যদিকে ভ্যাকসিন গ্রহীতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্যকমপ্লেক্সে কোভিড-১৯ টিকা গ্রহীতারা ভিড় করছে। সবাই মাস্ক পরা থাকলেও সামাজিক দূরত্ব নেই কারো মধ্যে। কেউ কেউ বারবার মাস্ক খুলছেন এবং লাগাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টিকা নিতে আসা লোকের চাপ এতো বেশি যে আমরা তাদের সামলাতে হিমশিম খাচ্ছি। টিকা গ্রহীতারা বসে অপেক্ষা করবে এমন কোনো জায়গাও নেই।

কর্তৃপক্ষ আরও জানায়, যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই টিকা পাবেন। তাড়াহুড়ো করার কিছু নেই। আমাদের পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। এই টিকা দেওয়া শেষ হলে আমাদের আরও টিকা বরাদ্দ দেওয়া হবে।

এদিকে গোপালগঞ্জে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

(ঢাকাটাইমস/১৯জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :