ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৬:২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারিসহ সবাইকে কোভিডকালীন স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

একইসঙ্গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের সব সদস্য, শুভানুধ্যায়ী ও গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

সোমবার ঈদ-উল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, ‘চলমান করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা তৈরি ও স্বাস্থ্যবিধি অনুসরণের কোনো বিকল্প নেই। এই সময়ে নিজ নিজ সুরক্ষায় জনসমাগম এড়িয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদ-উল-আজহা উদযাপনে যেন সবাই সচেষ্ট হন। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের পরিবারের। প্রতি যত্নবান থেকে মনোবল ধরে রাখে। একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে যেন তারা সচেতন থাকে।’ –বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৯জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :