যশোরে করোনায়-উপসর্গে ১৬ জনের প্রাণহানি

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৬:৩৩

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার এক হাজার তিনজনের নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২২ শতাংশ।

নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকিদের দেহে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৯০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৭ হাজার ২১৪ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৯৭ জন, করোনা পজেটিভ রোগী মারা গেছে ২৮০ জন।

যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ১৩১ জন, কেশবপুরে ১১ জন, ঝিকরগাছায় ১৩ জন, অভয়নগরে ২৯ জন, মনিরামপুরে ১৪ জন, বাঘারপাড়ায় একজন, শার্শায় ১০ জন ও চৌগাছা উপজেলায় পাঁচজন নতুন করে শনাক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :