বগুড়ায় করোনায়-উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০২১, ১৪:২৬

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং শরীরে করোনা উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন দুজন এবং উপসর্গ ছিল ১৪ জনের।

এছাড়া নতুন করে আরও ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ২২৩ জন। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত দুজন হলেন- শিবগঞ্জের রুপালী (৪০) এবং সদরের নাজিমুদ্দিন (৬৫)। এদের মধ্যে রুপালী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং নাজিমুদ্দিন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. তুহিন জানান, করোনায় দুজনের মৃত্যু ছাড়াও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৩৩ নমুনা পরীক্ষা করা হয়, যার ফলাফলে ২৪৬ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৩২ জন। মারা গেছেন ৫১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ১৪৪ জন।

(ঢাকাটাইম/২০জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :